পরিষেবার শর্তাবলী

প্রত্যেক ব্যবহারকারীকে এখানে উল্লেখিত নির্দেশাবলী মেনে চলতে হবে। যদি কেউ এই নির্দেশাবলী মানতে ব্যর্থ হন, তাহলে এই পরিষেবা অথবা এই সাইটের নির্দিষ্ট কিছু সেবা গ্রহণ করতে পারবেন না।

“ইন্টার‌্যাক্টিভ কমিউনিটি”-এর দায়িত্ব সম্বন্ধে এই শর্তাবলী বর্ণনা করে। ব্যবহারকারীরা প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে এই সাইটের যে সমস্ত সেবায় অংশ নিতে পারবেন, সেই বিষয়গুলো বোঝানোর জন্য “ইন্টার‌্যাক্টিভ” শব্দটি ব্যবহার করা হয়েছে। সেবাগুলো হল: চ্যাটরুম, ব্লগ, আলোচনা বোর্ড, মন্তব্য ফর্ম, মতামতের প্রক্রিয়া, পরামর্শ, সাবস্ক্রিপশন সেবা ও আরো অনেক কিছু। যে কোন সেবা গ্রহণ করার মানে হল, আপনি উল্লেখিত পরিষেবার শর্তাবলী ও সেখানে উল্লেখিত সমস্ত নির্দেশাবলী মেনে চলতে সম্মতি প্রকাশ করেছেন। আমরা ধরে নিচ্ছি যে, ইন্টার‌্যাক্টিভ ব্যবহারকারীরা পরিষেবার শর্তাবলী পড়েছেন এবং তাতে সম্মতি প্রকাশ করেছেন; মাঝে মাঝে পুনরায় পড়ার মাধ্যমে শর্তবলীর পরিবর্তন ও সংযোজন সম্বন্ধে অবহিত আছেন।

যে কোন কমিউনিটিতে গ্রহণযোগ্য আচরণের জন্য কিছু নির্দিষ্ট প্রত্যাশা রয়েছে। “দ্যা লাইফ প্রজেক্ট (সাবেক ট্রুথমিডিয়া) ও পাওয়ার টু চেঞ্জ” অনুগ্রহ ও সত্যের মাধ্যমে অনলাইন কমিউনিটিকে উৎসাহ দেয়। আমরা গুরুত্বপূর্ণ আত্মিক প্রশ্ন নিয়ে আলোচনাকে উৎসাহ দিতে চাই। যদিও আমরা প্রত্যেক অংশগ্রহণকারীর কাছ থেকে আশা করি যে, তারা ভিন্ন মতপোষণকারীদেরকে সম্মান করবেন এবং তাদের মতামতকে বোঝার চেষ্টা করবেন, কিন্তু আমাদের “বিশ্বাসের বিবৃতি”-এর সাথে অসঙ্গতিপূর্ণ যে কোন বিষয়বস্তু বা সম্পৃক্ততাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমরা সংরক্ষণ করি। এই সাইটের যে কোন ইন্টার‌্যাক্টিভ অংশে যোগ দেয়ার মাধ্যমে আপনি এই শর্তাবলীর সাথে সম্মতি প্রকাশ করেছেন।

নিরাপদ ও সংবেদনশীল আলোচনার পরিবেশ বজায় রাখার জন্য আমরা সর্বদা আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে আপনি আপনার নিজ দায়িত্বে অংশগ্রহণ করবেন। আমরা মর্যাদা ও ভাল আচরণ বজায় রাখতে বদ্ধ পরিকর, কিন্তু আমাদের ইন্টার‌্যাক্টিভ অংশগুলো প্রাপ্তবয়স্কদের জন্য সাজানো হয়েছে। শিশু-কিশোরদের নিরাপত্তার জন্য আমরা দায়ী নই। ১৩ বছরের কম বয়সী শিশুদেরকে চ্যাট রুম ত্যাগ করার জন্য অনুরোধ করা হবে।

মালিকানা

পাওয়ার টু চেঞ্জ মিনিস্ট্রিস-এর একটি মিনিস্ট্রি দ্যা লাইফ প্রজেক্ট-এর মাধ্যমে “দ্যা ইস্যুস আই ফেইস” সাইটটি পরিচালিত হয়। এই নেটওয়ার্কটি দ্যা লাইফ প্রজেক্ট এবং/অথবা পাওয়ার টু চেঞ্জ মিনিস্ট্রিস দ্বারা পরিচালিত এবং এই নেটওয়ার্কের বেশিরভাগ উপকরণের মালিক দ্যা লাইফ প্রজেক্ট। এই নেটওয়ার্কে তৃতীয় পক্ষের মালিকানাধীন কোন উপকরণও প্রকাশ করা যাবে, তবে সেজন্য সেই তৃতীয় পক্ষ ও দ্যা লাইফ প্রজেক্ট এর মধ্যে লাইসেন্স, স্বীকৃতি বা অন্য যে কোন ধরণের চুক্তিপত্র থাকতে হবে।

দ্যা লাইফ প্রজেক্ট এই নেটওয়ার্কটি তৈরী করেছে, যেন এর মাধ্যমে আপনি অন্যের আত্মিক যাত্রাকে আবিষ্কার ও উপভোগ করতে পারেন এবং অন্যকে তার আত্মিক যাত্রায় উৎসাহ দিতে পারেন। তথাপি, আপনি এখন এই নেটওয়ার্কে প্রবেশ বা এই নেটওয়ার্কে থাকা উপকরণ ব্যবহার করার অনুমতি পাবেন, (আপনার প্রবেশ বা ব্যবহার, যাই আপনার ইচ্ছা হোক না কেন) যখন আপনি সমস্ত প্রয়োগযোগ্যতা আইন-কানুন মেনে চলতে রাজি হবেন এবং এই পরিষেবার শর্তাবলী মেনে চলতে সম্মতি জানাবেন, যা আপনার ও দ্যা লাইফ প্রজেক্ট/পাওয়ার টু চেঞ্জ মিনিস্ট্রিস্‌-এর মধ্যে একটি চুক্তি। অনুগ্রহ করে, এ পরিষেবার শর্তাবলী মনোযোগ দিয়ে পড়বেন। এই নেটওয়ার্ক সম্পর্কিত যে কোন প্রশ্ন বা মতামত নেটওয়ার্ক পরিচালকের কাছে [email protected]. ঠিকানায় পাঠিয়ে দিন।

কোন পূর্ব নোটিশ ব্যতীত, যে কোন সময়ে, যে কোন ধরণের পরিবর্তন বা সংশোধনের অধিকার দ্যা লাইফ প্রজেক্ট সংরক্ষণ করে। সেজন্য, নিয়মিতভাবে আপনার এই পেইজটি পড়া খুব জরুরী, যেন আপনি যে কোন পরিবর্তনের ব্যাপারে অবগত থাকেন। যদি আপনি জানতে পারেন, যে, কোন ব্যক্তি এই নেটওয়ার্কের অপব্যবহার করছে, অনুগ্রহ করে আপনার বক্তব্য নেটওয়ার্ক পরিচালককে জানাবেন।

প্রবেশযোগ্যতা ও ব্যবহার

এই নেটওয়ার্কের সকল উপকরণ আন্তর্জাতিক ট্রেডমার্ক ও কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত এবং এগুলোকে শুধুমাত্র ব্যক্তিগত ও অ-বাণিজ্যিক কাজে ব্যবহার করতে হবে। এর মানে হল আপনি শুধুমাত্র আপনার ব্যক্তিগত ব্যবহারের জন্য এই নেটওয়ার্কটির উপকরণগুলো দেখতে বা ডাউনলোড করতে পারবেন এবং আপনাকে ডাউনলোডকৃত উপকরণের কপিরাইট ও মালিকানার বিজ্ঞপ্তি উপকরণগুলোর সঙ্গে সংযুক্ত রাখতে হবে।

এই নেটওয়ার্কের উপকরণ পুনরুৎপাদন, অনুকরণ, বিতরণ (ইমেইল, অনুলিপি বা অন্যান্য যান্ত্রিক মাধ্যম দ্বারা), প্রকাশনা, পরিবর্তন, অনুলিপি বা স্থানান্তরকরণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ, যদি না লাইফ প্রজেক্ট কর্তৃক পূর্ব লিখিত অনুমতি গ্রহণ করা হয় অথবা এই নেটওয়ার্কের দ্বারা এটি স্পষ্টভাবে অনুমোদন করা হয়। এই নিষেধাজ্ঞায় যেসব উপকরণ অন্তর্ভূক্ত, কোন রকম সীমাবদ্ধতা ছাড়া, সেগুলো হল: যে কোন লেখা, চিত্র, লোগো, ছবি, অডিও বা ভিডিও উপকরণ অথবা এই নেটওয়ার্কের পাওয়া অডিওভিস্যুয়ালের স্টিল চিত্রসমূহ। এই নেটওয়ার্কের উপকরণগুলো অন্য কোন ওয়েব নেটাওয়ার্ক বা নেটওয়ার্ককৃত কম্পিউটার পরিবেশে ব্যবহার, একইভাবে নিষিদ্ধ। এই নেটওয়ার্কের সকল অনলাইন উপকরণ ডিজিটাল আকারে পুনরুৎপাদন বা বিতরণ করার জন্য এই ঠিকানায়, লাইফ প্রজেক্টের নিকট লিখিত অনুমতি গ্রহণের মাধ্যমে করতে হবে: [email protected].

কোন রকম সীমাবদ্ধতা ছাড়া, নেটওয়ার্কে অন্তর্ভূক্ত উপকরণের ভিত্তিতে আপনার নিজস্ব কোন কাজ বা উপকরণ তৈরী করাও সম্পুর্ণরূপে নিষিদ্ধ, যেমন: ফন্ট, আইকন, লিংক বাটন, ওয়ালপেপার ও লাইসেন্সবিহীন পণ্যদ্রব্য। প্রাপ্ত উপকরণ বিক্রয়, আদান-প্রদান বা দান করা হয়েছে কি না তা নির্বিশেষেই এই নিষেধাজ্ঞা প্রযোজ্য।

আলোচনা বোর্ড, ফোরাম, চ্যাট রুম এবং ব্লগ

এই নেটওয়ার্কের (একত্রে “কমিউনিটি” বলা হয়) ভেতর বা এর সঙ্গে সংযুক্ত সকল আলোচনা বোর্ড, ফোরাম, পরামর্শদান, চ্যাট রুম, ব্লগ অথবা অন্যান্য জনসাধারণের জন্য উন্মুক্ত স্থানগুলোতে আপনি আপনার বার্তা পোস্ট, প্রেরণ বা জমা করতে পারেন। কিন্তু লাইফ প্রজেক্ট সকল বার্তা নিয়ন্ত্রণের অধিকার রাখে।

কমিউনিটিগুলোতে প্রদানকৃত বার্তাসমূহ পোস্ট করার পূর্বে লাইফ প্রজেক্ট কর্তৃক পর্যালোচনা করা হয় না এবং এগুলোর মাধ্যমে লাইফ প্রজেক্টের মতামত বা নীতিমালা প্রতিফলিত হয় না। লাইফ প্রজেক্ট কমিউনিটির বার্তাসমূহের বিষয়বস্তু অথবা কমিউনিটির বার্তাসমূহ ও অন্যান্য উপকরণগুলোর নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতার ব্যাপারে কোন ওয়ারেন্টি প্রকাশ বা হস্তক্ষেপ করে না। তারপরও, লাইফ প্রজেক্ট, যেকোন সময়, যে কোন কারণে আপনাকে কমিউনিটিগুলোতে উপকরণ জমা দেয়া এবং এই জাতীয় বার্তাসমূহ সম্পাদনা, সীমাবদ্ধ করা বা অপসারণ করতে বাধা দেয়ার অধিকার রাখে।

লাইফ প্রজেক্ট অনুপযোগী বার্তার জন্য সক্রিয়ভাবে অনলাইন কমিউনিটিগুলোকে পর্যবেক্ষণ করার দায়িত্ব পালনের ক্ষেত্রে দায়বদ্ধ নয়। যদি কোন সময় লাইফ প্রজেক্ট সম্পূর্ণ গোপনীয়ভাবে, কমিউনিটিগুলোকে পর্যবেক্ষণ করতে চায়, তবুও লাইফ প্রজেক্ট বার্তাসমূহের বিষয়বস্তুর জন্য দায়বদ্ধ থাকবে না, কোনও অনুপযোগী বার্তা সংশোধন বা অপসারণ করার ক্ষেত্রে বাধ্য থাকবে না এবং বার্তা জমা দেয়া ব্যবহারকারীর আচরণের জন্য দায়বদ্ধ থাকবে না। কমিউনিটিতে বার্তা জমা দেয়ার সময় আপনি নিজেকে শুধুমাত্র সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে সীমাবদ্ধ রাখার ব্যাপারে সম্মতি প্রকাশ করেছেন যে বিষয়গুলোর জন্য এই অনলাইন কমিউনিটিগুলো তৈরী। আপনি সম্মতি প্রকাশ করেছেন যে আপনার বার্তা জমা না দেয়া বা সম্পাদন, নিষিদ্ধ ও অপসারণ করা হলে, লাইফ প্রজেক্ট কোনভাবেই এর জন্য দায়বদ্ধ থাকবে না।

আপনি সম্মাতি প্রকাশ করছেন যে আপনি অনলাইন কমিউনিটিতে এমন কোন বার্তা জমা করবেন না যা:

আপনি সম্মতি প্রকাশ করছেন যে আপনি যে বার্তা জমা দেবেন সেগুলো লাইফ প্রজেক্টের সম্পত্তিতে পরিণত হবে এবং লাইফ প্রজেক্ট/পাওয়ার টু চেঞ্জ মিনিস্ট্রি প্রয়োজন মনে করলে সেগুলোকে ব্যবহার, অনুকৃত, সাবলাইসেন্সকৃত, অভিযোজিত, সম্পাদিত, স্থানান্তরকৃত, বিতরণ, প্রকাশ্যে সম্পাদিত, প্রকাশিত, প্রদর্শিত এবং মুছে ফেলার অধিকার রাখে।

আপনি লাইফ প্রজেক্টকে, তার অভিভাবক ও সহযোগী সহ তাদের নিজ নিজ কর্মচারী, এজেন্ট, কর্মকর্তা, পরিচালক, এবং শেয়ারহোল্ডারদেরকে আপনার কমিউনিটিগুলোকে ব্যবহারের সাথে সম্পৃক্ত বা ব্যবহারের কারণে সৃষ্ট যে কোনও দায়বদ্ধতা ও বাধ্যবাধকতা থেকে মুক্তি দিতে সম্মতি প্রকাশ করছেন। যদি কোন সময় আপনি কমিউনিটি ব্যবহারে অখুশি হন বা কমিউনিটিতে অন্তর্ভূক্ত কোন উপকরণ নিয়ে আপনার আপত্তি হয়, তাহলে এর একমাত্র সমাধান হল সেগুলো ব্যবহার বন্ধ করে দেয়া।

সংযুক্ত নেটওয়ার্ক

যদি লাইফ প্রজেক্ট/পাওয়ার টু চেঞ্জ মিনিস্ট্রি অন্য কোন ওয়েব নেটওয়ার্কের লিংক প্রদান করে থাকে, তাহলে কোনভাবেই এই অনুমান বা ধারণা করা যাবে না যে লাইফ প্রজেক্ট/পাওয়ার টু চেঞ্জ মিনিস্ট্রি এই ওয়েব নেটওয়ার্কগুলোর সঙ্গে সংযুক্ত বা সেগুলোকে পরিচালনা বা নিয়ন্ত্রণ করছে।

এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত যে কোন তৃতীয় পক্ষের ওয়েব নেটওয়ার্কগুলোর বিষয়বস্তু বা চর্চার ব্যাপারে লাইফ প্রজেক্ট/পাওয়ার টু চেঞ্জ কোনভাবে দায়বদ্ধ নয়। এই নেটওয়ার্কটি অন্য কোন ওয়েব নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকতে পারে, যা লাইফ প্রজেক্টের সঙ্গে যুক্ত বা সংশ্লিষ্ট কোন কোম্পানীর দ্বারা নিয়ন্ত্রিত। অন্যান্য ওয়েব নেটওয়ার্ক ভিসিট করার সময়, এই চুক্তির উপর নির্ভর না করে, সংশ্লিষ্ট ওয়েব নেটওয়ার্কের নিজস্ব “পরিষেবা শর্তাবলী” পড়ে নেয়া উচিত।

দায়বদ্ধতা ও ওয়ারেন্টি অস্বীকারক বার্তা

যদিও লাইফ প্রজেক্ট/পাওয়ার টু চেঞ্জ মিনিস্ট্রি নেটওয়ার্কের সর্বোত্তম পারফরম্যান্স নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করে থাকে, আপনি সম্মতি প্রকাশ করছেন যে আপনি নিজ ঝুঁকিতে এই নেটওয়ার্কটি ব্যবহার করছেন এবং এই নেটওয়ার্কের সকল উপকরণের উপর নির্ভর করছেন।

এই নেটওয়ার্ক এবং এই নেটওয়ার্কের সকল উপকরণ এর প্রকৃত অবস্থাতেই প্রদান করা হয়েছে, সম্পূর্ণভাবে আইন দ্বারা অনুমোদিত, কোনও ধরণের প্রকাশ বা অন্তর্নিহিত কোন ওয়্যারেন্টি ছাড়াই সরবরাহ করা হয়। এর অর্থ হল, কোন সীমাবদ্ধতা ছাড়াই, লাইফ প্রজেক্ট/পাওয়ার টু চেঞ্জ কোনভাবেই এর ওয়ারেন্টি দেয় না যে ওই নেটওয়ার্কটি সেই নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য উপযুক্ত, সেই নেটওয়ার্কটির উপকরণগুলো কোন বাধা-বিঘ্ন ছাড়াই কাজ করবে, নেটওয়ার্কাটির সমস্যাগুলো ঠিক করা হবে, সেগুলো ভাইরাস ও অন্যান্য ক্ষতিকর উপাদন থেকে মুক্ত অথবা সেই নেটওয়ার্কটি ত্রুটিহীন বা নির্ভরযোগ্য।

আপনি স্বীকার করছেন যে লাইফ প্রজেক্টকে, তার অভিভাবক ও সহযোগী সহ তাদের নিজ নিজ স্বেচ্ছাসেবক, কর্মচারী, এজেন্ট, কর্মকর্তা, পরিচালক, এবং শেয়ারহোল্ডারদের কোনভাবেই কোন প্রকার ত্রুটি, ব্যর্থতা, ভুল, বর্জন, বাধা, অপসারণ, সমস্যা, ভাইরাস, যোগাযোগ লাইনের ব্যর্থতা বা আপনার কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে চুরি, ধ্বংস, ক্ষতি বা অননুমোদিত অ্যাক্সেসের জন্য দায়ি নয়। আপনি স্বীকার করছেন যে লাইফ প্রজেক্ট এই নেটওয়ার্কের সাথে যুক্ত কোন রকম মানহানি, আপত্তিকর বা অবৈধ আচরণ বা উপাদান সহ যে কোন মাধ্যমে, যে কোন ব্যক্তি দ্বারা প্রেরণকৃত যে কোন আচরণ বা উপকরণের জন্য দায়ি নয়।

আপনি স্বীকার করছেন যে, লাইফ প্রজেক্ট আপনার নেটওয়ার্ক ব্যবহার বা ব্যবহারের অক্ষমতার সঙ্গে যুক্ত বা অক্ষমতার কারণে সৃষ্ট যে কোন ধরণের ক্ষতি, যেমন, সরাসরি, ঘটনাগত, বিশেষ, পরিণতিমূলক বা শাস্তিমূলক ক্ষয়ক্ষতির জন্য দায়ি নয়।

ক্ষতিপূরণ

আপনি সম্মতি প্রকাশ করছেন যে, আপনার এই নেটওয়ার্কের ব্যবহারের ফলে, এই চুক্তির লঙ্ঘন বা কথিত লঙ্ঘন অথবা কপিরাইট, ট্রেডমার্ক, মালিকানাধীন অধিকার লঙ্ঘন বা তৃতীয় পক্ষের অন্য কোন অধিকার লঙ্ঘনের ফলে সৃষ্ট সকল দায়বদ্ধতা, দাবি ক্ষয়ক্ষতি ও ব্যয় (যৌক্তিক আইনজীবির ফি ও ব্যয়) থেকে আপনি লাইফ প্রজেক্ট, এর অভিভাবক ও সহযোগী সহ, সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবক, কর্মচারী, এজেন্টস, পরিচালক, কর্মকর্তা এবং শেয়ারহোল্ডারদেরকে রক্ষা করবেন, ক্ষয়ক্ষতির মূল্য দেবেন এবং নির্দোষ বলে গ্রহণ করবেন।

কপিরাইট নোটিশ

নির্দেশ করা না হলে, এই নেটওয়ার্কের সকল উপকরণ এবং উপকরণের সংকলন পাওয়ার টু চেঞ্জের নিকট কপিরাইটকৃত। এই সাইটের অনেকগুলো আর্টিকেল অন্যান্য লেখকের এবং সেগুলো অনুমতি গ্রহণের পর ব্যবহার করা হয়েছে। যদি আপনি পুনঃমুদ্রণের জন্য অনুরোধ জানাতে চান অথবা আপনার কপিরাইট বা সম্ভাব্য লঙ্ঘন নিয়ে কোন প্রশ্ন থাকে তাহলে অনুগ্রহ করে এই ঠিকানায় যোগাযোগ করুন [email protected]

ট্রেডমার্ক নোটিশ

PowertoChange.com ও এর সহযোগী নেটওয়ার্কসমূহ লাইফ প্রজেক্টের ট্রেডমার্ক। লাইফ প্রজেক্ট হল পাওয়ার টু চেঞ্জ মিনিস্ট্রির একটি নিবন্ধনকৃত ট্রেডমার্ক।

অন্যান্য

এই চুক্তি সম্পূর্ণরূপে আইনের অধীনে পরিচালিত। যদি এই চুক্তির কোন অংশ বেআইনি, অকার্যকর বা প্রয়োগযোগ্য না হয়, তাহলে সেই অংশটিকে এই চুক্তি থেকে বাতিল করা হবে এবং সেটি সেই অংশের সঙ্গে যুক্ত অন্য যে কোন অংশের বৈধতা এবং প্রয়োগযোগ্যতাকে প্রভাবিত করবে না।

আপনি, চ্যাট ব্যবহারকারী

আমাদের ইন্টার‌্যাক্টিভ এরিয়াগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত। কয়েকটি এরিয়াতে নিবন্ধনের প্রয়োজন হয়। প্রত্যেক ইন্টার‌্যাক্টিভ এরিয়া আমাদের মডারেটর/প্রশাসক দল দ্বারা পর্যবেক্ষণ করা হয়। লক্ষ্য রাখবেন যে সকল চ্যাট কথোপকথনগুলো দলের একজন সদস্য বা ট্রান্সক্রিপ্ট দ্বারা পর্যবেক্ষণ করা হতে পারে। ব্যবহারকারী তালিকায় কোন প্রশাসককে দেখা না গেলেও সেখানে একজন পর্যবেক্ষণকারী উপস্থিত থাকতে পারে।

  1. আমাদের সাইটকে কোন বেআইনি কাজের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না যেমন, অশ্লীল, অভদ্র, অশোভনীয় বা যৌনতায়পূর্ণ ভাষায় কোন পোস্ট লেখার জন্য, জাতি বা বর্ণ নিয়ে কথা বা ঘৃণ্য শব্দের ব্যবহার অথবা শব্দের এমন বানান যা এই ধরণের কথার ইঙ্গিত করে।
  2. অনুপযোগী নামের ব্যবহার নিষিদ্ধ করা হবে। কয়েকজন ব্যবহারকারীকে গোপনে ইন্টার‌্যাক্টিভ প্রশাসকের দ্বারা তাদের নাম পরিবর্তন করতে বলা হতে পারে। (যেসব নাম যৌন ইঙ্গিত করে সেগুলো ব্যবহারের অনুমতি প্রদান করা হবে না।)
  3. নির্দিষ্ট বিষয়ের প্রতি মনযোগী কোন কথোপকথনে বারবার ব্যাঘাত ঘটানো অথবা অন্যদেরকে নেতিবাচকভাবে প্রভাবিত করে এমন আচরণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
  4. শিডিউলকৃত বিষয়ভিত্তিক চ্যাটের সময় আমরা অনুরোধ করছি যেন সকল মন্তব্য ও প্রশ্ন চলমান আলোচনার প্রসঙ্গে হয়।
  5. আমরা উপরের পরিষেবা শর্তাবলীর যে কোন একটি শর্তের লঙ্ঘন হলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার অধিকার রাখি।
  6. যদি কোন ইন্টার‌্যাক্টিভ উপকরণ আমাদের পরিষেবা শর্তাবলীকে লঙ্ঘন করে তাহলে সেটাকে সম্পাদন করার বা মুছে ফেলার অধিকার আমরা রাখি।
  7. যেসব মতামত প্রকাশ করা হয় সেগুলো সবসময় হোস্ট সাইট বা প্রশাসকের দ্বারা প্রদান করা হয় না।

চ্যাট হোস্ট ও প্রশাসক

আমাদের ইন্টার‌্যাক্টিভ এরিয়াগুলা আলোচনা পরিচালনা ও সঞ্চালনার জন্য, আমাদের পরিচালকবর্গ প্রশাসকদের নিযুক্ত করেছেন। ওনারা চ্যাট বিষয়ে আলোচনা পরিচালনা করেন এবং ওনাদের দায়িত্ব হল যারা আলোচনায় ব্যাঘাত ঘটায় তাদের সঙ্গে কথা বলা। ওনাদের ও রুমের সুরক্ষার জন্য উন্মুক্ত চ্যাটে প্রশাসকদের ইউসার নেম প্রকাশ করা হয় না। যদি আপনি তাদের ইউসার নেম আগে থেকেই জানেন দয়া করে তাদের গোপনীয়তা ও সুরক্ষাকে সম্মান করবেন এবং অন্য ব্যবহারকারীদের সঙ্গে সেটা নিয়ে আলোচনা করবেন না অথবা এই তথ্যটিকে যে কোন সময় উন্মুক্ত চ্যাটে প্রকাশ করবেন না।

পর্যবেক্ষণকারী

পর্যবেক্ষণকারী মাঝে মাঝে চ্যাটরুম পরিদর্শন করবেন এবং তিনি আমাদের প্রশাসক দলের একজন সদস্য। দয়া করে পর্যবেক্ষণকারীর সকল অনুরোধ মেনে চলবেন। (সাইট সম্পর্কিত যে কোন উদ্বেগের বিষয় উল্লেখ করতে চ্যাট মতামত ফর্মটি ব্যবহার করা যেতে পারে।)

পরামর্শদান/মেন্টরিং

যদিও আমরা আশা করছি যে এই সাইটে প্রদানকৃত সকল তথ্যপঞ্জী আপনাকে উৎসাহ ও সহায়তা দান করবে, তারপরও অনুগ্রহ করে মনে রাখবেন যে এটি কোন কাউন্সেলিং পরিষেবা নয়। এখানে প্রশ্ন জমা দেয়ার মাধ্যমে আপনি সম্মতি প্রকাশ করছেন যে এখানকার পরামর্শদাতা, এই ওয়েব সাইটের প্রকাশক, এর সহযোগী, কর্মী বা স্পন্সোর এখানে প্রদান করা যে কোন প্রতিক্রিয়া বা জবাবের ফলে ঘটে যাওয়া বা নেতিবাচকভাবে প্রভাবিত কোন পরিস্থিতির জন্য দায়ী নন।

ই-মেইল মেন্টরিংয়ের প্রতিক্রিয়া মেন্টর/পরামর্শদাতার ব্যক্তিগত অভিজ্ঞতা ও বিশ্বাসকে প্রতিফলিত করে। যদিও প্রত্যেক পরামর্শদাতাকে স্ক্রিন করা হয়েছে এবং সকল ধরণের সাবধানতা অবলম্বন করা হয়েছে, এই সাইটের প্রকাশক, সহযোগী, কর্মী বা স্পন্সোর, পরামর্শদাতার দেয়া কোন প্রতিক্রিয়া বা জবাবের ফলে ঘটে যাওয়া বা নেতিবাচকভাবে প্রভাবিত কোন পরিস্থিতির জন্য দায়ী নন।

আপনার প্রশ্ন ও আমাদের উত্তর সম্পাদন ও অনলাইন পোস্ট করা যেতে পারে। আপনার নাম ও পরিচয়ের বিস্তারিত তথ্য প্রশ্ন পোস্ট করার পূর্বে মুছে ফেলা হবে। আপনার প্রশ্নটি পোস্ট করা হোক সেটা যদি আপনি না চান তাহলে বিষয়টি আপনার প্রথম ই-মেইলেই উল্লেখ করুন। সময়মতো সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে কিন্তু তাৎক্ষণিকভাবে উত্তর দেয়ার নিশ্চয়তা আমরা দিতে পারি না এবং আমাদের বিবেচনার ভিত্তিতে অনুপযুক্ত বলে মনে হলে আমরা, যে কোনও প্রশ্ন বাতিল করার ও উত্তর না দেওয়ার অধিকার রাখি।

বিজ্ঞপ্তি ও প্রচারণা

ব্যক্তিগত ওয়েবসাইট ও ব্যবসার বিজ্ঞপ্তি বা প্রচারণা অথবা যে কোন উদ্দেশ্যে অর্থ চাওয়া থেকে বিরত থাকুন। যেসব ব্যবহারকারীরা বিজ্ঞপ্তি/প্রচারণা/অর্থ চাওয়া থেকে বিরত থাকবে না তাদেরকে নিষিদ্ধ করা হবে।

চ্যাটে অথবা আলোচনা বোর্ডে লিংক পোস্ট করা

প্রশ্নের উত্তর হিসেবে, নিচের শর্ত অনুযায়ী আমরা ব্যবহারকারীদেরকে আমাদের ইন্টার‌্যাক্টিভ এরিয়াগুলোতে উপকারী লিংক পোস্ট করার অনুমতি প্রদান করে থাকি:

  1. লিংকগুলোকে সাইটের উদ্দেশ্যের সঙ্গে অবশ্যই সঙ্গতিপূর্ণ হতে হবে।
  2. লিংকগুলো বিজ্ঞপ্তি বা বিজ্ঞপ্তি হিসেবে বিবেচিত হতে পারবে না। ব্যক্তিগত বা ব্যবসায়ী লিংকগুলো অনুমোদিত হবে না।
  3. বারবার লিংক পোস্ট করা অথবা কথোপকথনের ক্ষেত্রে সংহতিনাশক কোন লিংক পোস্ট করা কোনভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটাকে স্প্যামিং হিসেবে বিবেচনা করা হবে ও নিষিদ্ধ করা হবে।
  4. যখন কোন প্রশাসক আপনাকে কোন লিংক পোস্ট না করার অনুরোধ জানান, দয়া করে সেই অনুরোধকে সম্মান জানাবেন।
  5. আলোচনা বোর্ডের নিবন্ধনে ওয়েব সাইট লিংক অন্তর্ভুক্ত নাও থাকতে পারে। এই ধরণের নিবন্ধন মুছে ফেলা হবে।
  6. তৃতীয় পক্ষের লিংকগুলো সবসময় এই সাইটের হোস্ট দ্বারা অনুমোদিত হয় না। অন্যদের কাছ থেকে পাওয়া লিংকগুলোকে পর্যালোচনা করার সময়, দয়া করে বিচক্ষণতা অবলম্বন করুন।

নিষিদ্ধ আচরণ

নিচের যে কোন একটি কার্যক্রমকে অপবাদ/পরচর্চা/মতবিরোধ হিসেবে বিবেচনা করা হবে এবং বাতিল করা হবে।

  1. নেতিবাচকভাবে ও বিবাদ সৃষ্টির জন্য প্রশাসকের সিদ্ধান্ত সম্পর্কে অন্য ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা বা ইমেইল করা।
  2. অন্য ব্যবহারকারীদের নিয়ে নেতিবাচকভাবে বা নিষ্ঠুরভাবে আলোচনা করা (যেমন পরচর্চা করা)।
  3. অনুমতি গ্রহণ না করেই অন্যদের সম্পর্কে খবর প্রকাশ করা, সেটা ইতিবাচক হোক বা নেতিবাচক। মানুষকে তাদের নিজের খবর নিজেই প্রকাশ করার সুযোগ দিন। যদি কোন ব্যবহারকারী আপনাকে তাদের পক্ষ হয়ে কোন খবর প্রকাশের অনুরোধ জানিয়ে থাকেন, তাহলে রুমে উল্লেখ করুন যে আপনি তাদের অনুরোধেই তা করছেন। খেয়াল করবেন যেন তাদের বার্তা রুমের উদ্দেশ্যকে বজায় রাখে।
  4. নিজের সাধারণ ইউসার নেম বা ভিন্ন কোন ইউসার নেম ব্যবহার করে অন্য কোন ব্যবহারকারীকে “আক্রমণ” করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
  5. যদি আপনার অন্য কোন ব্যবহারকারীর সঙ্গে কোন সমস্যা থাকে তাহলে দয়া করে সেটা নিজেদের মধ্যে মিটিয়ে নেয়ার চেষ্টা করুন। যদি সেটা সম্ভব না হয়, তাহলে অনুগ্রহ করে চ্যাট মতামত ব্যবহার করে সাইটের নেতাকে সেই বিষয়ে অবগত করুন। ব্যক্তিগত বিষয়কে পাবলিক ফোরামে আনবেন না, যেমন, চ্যাট বা ব্লগ।
  6. একই সময়ে বিভিন্ন ইউসার নেম ব্যবহার করে চ্যাট রুমে প্রবেশ করলে তাৎক্ষণিকভাবে সেখান থেকে বের করে দেয়া হবে।

মনোভাব

নিচের মনোভাবসমূহ আমাদের ইন্টার‌্যাক্টিভ এরিয়াগুলোকে পরিদর্শনকারীদের জন্য নিরাপদ রাখতে সাহায্য করবে। এই বিষয়ের যে কোন একটি লঙ্ঘন করলে, একটি তিরস্কারপত্র পাঠানো হবে কিন্তু যে কোন ক্ষেত্রের কার্যক্রমে পুনাবৃত্তি ঘটলে ব্যবহারকারীকে নিষিদ্ধ করা হতে পারে।

  1. সাংস্কৃতিকভাবে সংবেদনশীল হোন। অন্যদের কাছ থেকে শিক্ষা গ্রহণ উপভোগ করুন এবং অনুগ্রহ দেখান। আমাদের পরিদর্শনকারীরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাস করেন এবং তাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি ও সংস্কৃতি রয়েছে। তাদের প্রত্যেককে অনুগ্রহ দেখান।
  2. আমাদের ইন্টার‌্যাক্টিভ এরিয়াগুলো বিতর্কের জন্য তৈরী করা হয়নি।
  3. একই ধরণের বা দীর্ঘ বার্তা দিয়ে আমাদের ইন্টার‌্যাক্টিভ এরিয়াগুলোকে ভরিয়ে দেবেন না যাতে কথোপকথনে অন্যান্য অংশগ্রহণকারীরা বাধাগ্রস্ত হয়।
  4. হাস্যরস ব্যবহার ও সময়সূচীর প্রতি বিবেচ্য হোন।
  5. অনুমতি গ্রহণ ছাড়া ইমেইল তালিকা তৈরী বা ই-মেইল তালিকায় ব্যবহারকারীদের অন্তর্ভুক্ত করবেন না। ই-মেইল ঠিকানা হল একটি ব্যক্তিগত বিষয়। স্ক্রিনের উপরে সাবস্ক্রিপশন লিংকের মাধ্যমে অফিসিয়াল সাইট নিউজলেটারে সাবস্ক্রিপশন করা যায়।
  6. অন্যের সমস্যার বিষয় নিজের মতামতকে এমনভাবে চাপিয়ে দেবেন না যে এর ফলে তর্ক-বিতর্ক সৃষ্টি হয়। মানুষের তাদের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার রয়েছে। মতামত বরাবরই স্বাগতম কিন্তু যখন কোন ব্যক্তি আপনার মতামত গ্রহণ না করার সিদ্ধান্ত নেন, তখন নেতিবাচক মন্তব্য করা কখনই গ্রহণযোগ্য নয়, এমনকি সেটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হওয়া সত্তেও।
  7. ব্যক্তিগত চ্যাট ফিচারটি প্রশাসক দলের দ্বারা সীমিত করা হয়েছে।