প্রেম চলাকালীন সময়ে যৌন সম্পর্কে জড়িয়ে পড়বার চাপ অনুভব করছি কী?
প্রেম-সম্পর্ক চলাকালীন সময়ে যৌন সম্পর্কে জড়িয়ে পড়বার চাপ অনুভব করা আজকাল খুবই স্বাভাবিক ব্যাপার হলেও, মানুষের দৃষ্টিকোনে তা গ্রহণযোগ্য নয়।
সাম্প্রতিক এক জরীপে ৪০% কিশোরী মেয়েরা বলেছে যে তারা প্রেম-সম্পর্ক চলাকালীন সময়ে যৌন মিলনের জন্য প্ররোচিত হয়। মেয়েদের পাশাপাশি ছেলেরাও কিন্তু এ ধরণের প্ররোচনার স্বীকার হয়।
ভালবাসা কখনই কারও ক্ষতি করে না। বেশিরভাগক্ষেত্রেই ভালবাসার মানুষকে হারিয়ে ফেলবার আশঙ্কা থেকেই মানুষ যৌন সম্পর্কে যাবার চাপ অনুভব করে।
শেষে অনেকেই সম্পর্ক চালিয়ে নেয়ার জন্য তাদের শরীরের সঙ্গে দর কষাকষি করে। আর এভাবেই তাদের আত্মসম্মান হারানোর, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের, রোগের, ধর্ষণের, দুর্নামের ও মন ভেঙ্গে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে।
##যৌন সম্পর্কের চাপ অনুভব করলে আপনি কি করতে পারেন?
###১. আপনার বিশ্বাস কোথায় দাঁড়িয়ে আছে তা জানুন।
যাদের মূল্যবোধ বেশ শক্ত তাদের অধিকাংশেরই তারা কী বিশ্বাস করেন সে বিষয়ে খুব পরিষ্কার ধারণা আছে এবং তারা যা দিতে চাইবেন না তা বিলিয়েও দেবেননা।
আপনি কি যৌন সম্পর্কের জন্য আপনার বিয়ে হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চান? এটা বের করা জরুরি যে এই অপেক্ষা কেন আপনার কাছে গুরুত্বপূর্ণ।
যৌন সম্পর্কের যে গভীর আবেগকে জাগিয়ে তোলার শক্তি আছে সে সম্বন্ধে কি আপনি সচেতন? আপনি কি একটি সন্তানের দায়িত্ব পালন করতে ইচ্ছুক এবং সমর্থ?
শক্ত বিশ্বাস ছাড়া অথবা বিশ্বাসের অভাবে— যার সাথে আপনার প্রেমের সম্পর্ক, তিনি তার বা আপনার মূল্যবোধের সঙ্গে আপোষ করতে পারেন। কোন ছেলে বা মেয়ের সঙ্গে কথা বলার আগেই আপনি নিশ্চিত হোন আপনি কি বিশ্বাস করেন এবং কেন। যখন এই ধরণের চাপ অনুভব করবেন তখন এটি আপনাকে খুব সাহায্য করবে।
###২. যৌন সম্পর্কের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়ে কথা বলুন।
ব্যাখ্যা করুন কেন আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করতে ইচ্ছুক নন। তাদের বলুন এতে তার প্রতি আপনার অনুভূতি বা প্রতিজ্ঞার মূল্য কমে যাচ্ছে না। আসলে আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে এত বেশি ভালবাসেন যে এই সুন্দর সম্পর্কটিকে আপনি যৌনতা দ্বারা নষ্ট করতে চাচ্ছেন না। এই কথোপকথন চালানো অনেক কঠিন কারণ আপনার সঙ্গী যিনি চাপ দিচ্ছেন তিনি নাও বুঝতে চাইতে পারেন। এমনকি তিনি এটিকে ব্যক্তিগত অপমান হিসেবেও নিতে পারেন বা অনেক রাগ করতে পারেন এবং আপনাকে ত্যাগ করতে পারেন।
তবুও যিনি এই বিষয়ে সব কিছু বলতে পারেন তিনি, যিনি এইসব কিছু বলতে পারেন না তার চেয়ে অনেক সুখী।
###৩. অপেক্ষার সময় সত্যিকারের ভালবাসা শিখুন।
“ভালবাসা” শব্দটি অভিধানের সবচেয়ে ভুল বোঝাবুঝি এবং অপব্যবহৃত শব্দ। ভালবাসা কখনই এমন কিছু করতে বলেনা যাতে অন্যের অবমাননা হয়। ভালবাসা কারও মনের গভীরে যত্নে রাখা মূল্যবোধকে ধূলিসাৎ করে দেয় না। ভালবাসা ধৈর্য ধরে এবং তা সঠিক সময় ও সঠিক মানুষের জন্য অপেক্ষা করতে ইচ্ছুক। ভালবাসা কখনওই স্বার্থপর নয়। একটি ছেলে যখন একটি মেয়েকে সত্যিই ভালবাসে তখন সে মেয়েটির সম্মান রক্ষার্থে যে কোন কিছুই করতে প্রস্তুত থাকে।
অনেক ছেলেই বলবে তারা তাদের প্রেমিকাদের ভালবাসে এবং চিন্তা করবে যে যদি তারাও তাদের ভালবাসে তবে অবশ্যই তারা তাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করবে। হয় তারা জানে না ভালবাসা কি, অথবা তারা মেয়েদের ভালবাসার ব্যাপারে মিথ্যা বলে। যখন আপনি এসব চাইবেন তখন মিথ্যা কথাও সহজে বিশ্বাস হবে। কিন্তু এই মিথ্যা কথা বিশ্বাসের পরিণামের মুখোমুখি হওয়া সহজ নয়।
###৪. কখন সরে যেতে হবে জানুন।
যদি যৌন সম্পর্কের জন্য চাপ দেয়া না কমে তবে আপনার সঙ্গীকে ত্যাগ করুন। যদি আপনি যৌন সম্পর্কের জন্য চাপ অনুভব করতেই থাকেন তবে জেনে নিন যে আপনার এই প্রেমের সম্পর্কে কিছু একটা ভুল হচ্ছে। এমন কিছু করার পর অনুতাপ করার চেয়ে সম্পর্ক হারানো বরং অনেক ভাল।
আপনার প্রেমিক বা প্রেমিকা যদি আসলেই “রক্ষক” হয়ে থাকেন তবে আপনার সিদ্ধান্তকে তিনি বুঝবেন এবং সম্মান করবেন। মনে রাখবেন, প্রায় সব জোরপূর্বক সম্পর্ক ভালোবাসা থেকে হয় না, বরং অপূর্ণ চাহিদা, কল্পনা, দ্বিধা এবং স্বার্থপরতা থেকেই হয়।
এমন অনেকেই আছেন যারা তার সঙ্গীর সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপন করতে পারবেন জেনেই প্রেমের সম্পর্কে যেতে চান। প্রত্যাখ্যানের জন্য প্রস্তুত থাকুন। শুধু মনে রাখুন, আপনি এতে মরে যাবেন না বরং শেষে আপনার নিজের প্রতি আপনার যে সম্মানটা অক্ষুন্ন রইল এবং যে যন্ত্রণা আপনি এড়িয়ে গেলেন তা ওই ব্যক্তির সঙ্গে সম্পর্কের চেয়েও দামি।
শেষ কথা: এটি আপনার শরীর।
আপনি আপনার শরীরকে নিয়ে যা করতে চান না তা আপনার কখনওই করতে হবে না। যৌনতা ভালবাসার নির্দেশক নয়, অথবা আপনার প্রতিজ্ঞার মানও নয়। দৈহিক সম্পর্ক বাধ্যগত কিছু নয়। এর বাইরের কিছু কাউকে কখনওই আপনাকে বলতে দিবেন না।
আপনার একা লড়াই করার প্রয়োজন নেই। একজন নির্দেশকের সাথে কথা বলুন, এটি গোপন থাকবে।
এই সংগ্রামের সাথে লড়াই করা কঠিন। আপনি যদি নিজের বা অন্যকে ক্ষতি করার কথা ভেবে থাকেন তাহলে, এটি পড়ুন!
দয়া করে নীচের ফর্মটি পূরণ করুন যাতে আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারি। উল্লেখিত ফিল্ট ছাড়া বাকি সব ফিল্ডগুলি আবশ্যক।